ঢাকা, ১১ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২৮ চৈত্র ১৪৩১
good-food
৪৭৪

 শোলাকিয়ায় এবারও ঈদ জামাত হচ্ছে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১০ ২৮ জুলাই ২০২০  

করোনার প্রার্দুভাবের কারণে গত ঈদুল ফিতরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহা’র ১৯৩তম জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদের ঈদের এক বা একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পড়ে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নামাজ পড়া হবে।