ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৭২৮

আয়েশ উদ্দীন মাস্টার মারা গেছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৪ ২০ আগস্ট ২০২০  

রাজশাহী সিটি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিনের বাবা আয়েশ উদ্দীন মাস্টার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গেল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

আয়েশ উদ্দীন ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের রাণীনগর প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আয়েশ উদ্দীন মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তার হাতে হাতেখড়ি হওয়া অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। গুণী এ শিক্ষককে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিশিষ্ট এ শিক্ষক ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মঈনউদ্দীন আহমেদ মন্টুর সহপাঠী এবং রাজনৈতিক সহকর্মী। জীবদ্দশায় আওয়ামী লীগের রাজনীতি করতেন আয়েশ উদ্দীন। ৯ বছর আগে তার সহধর্মিনী সাবেতা বেগম পরলোকগমন করেন।