ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৩২৮

এবার করোনাক্রান্ত ৪ সিংহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ১০ ডিসেম্বর ২০২০  

স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানায় ৪ সিংহ করোনায় আক্রান্ত হয়েছে। পশু চিকিৎসা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

 

তবে কিভাবে সেগুলোর দেহে প্রাণঘাতী ভাইরাস প্রবেশ করেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তারা। যদিও চিড়িয়াখানার দুই রক্ষণাবেক্ষণকারী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

এ নিয়ে দ্বিতীয়বার পশুর দেহে মারণঘাতী ভাইরাস শনাক্ত হলো। এবার ১৬ বছর বয়সী তিন নারী এবং চার বছরের এক পুরুষ সিংহ করোনায় সংক্রমিত হয়েছে। 

 

গেল নভেম্বর সামান্য উপসর্গ দেখে ওই চার সিংহের পিসিআর টেস্ট করা হয়। একই পরীক্ষা করা হয় সেই দুই রক্ষণাবেক্ষণকারীর। তাতে সবার ফলাফল পজিটিভ আসে। 

 

চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে, সিংহগুলোর সঙ্গে মানুষগুলোর বেশ সখ্য ছিল। যে কারণে তারা আক্রান্ত হতে পারে। এখন সবাইকে পৃথক রাখা হয়েছে। আলাদাভাবে চিকিৎসা চলছে। তাদের শরীরে কিভাবে করোনার সংক্রমণ ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।  

 

এর আগে গেল এপ্রিলে নিউইয়র্কের ব্রোনক্স চিড়িখানায় চার বাঘ ও তিন সিংহ করোনা পজিটিভ হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর