ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
good-food
৮৬৫

এবার ধরা পড়লো ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৪ ৩১ জানুয়ারি ২০২২  

বঙ্গোপসাগরের দুবলার চরে ১০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। সোমবার (৩১ জানুয়ারি) ভোরে জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে। পরে সেটা বাগেরহাটের মোংলা বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমায়।

 

মোংলা মৎস্য সমিতির সভাপতি মো. আফজাল হোসেন বলেন, শাপলা পাতা মাছটি ৬৪ হাজার টাকায় মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম কিনে নেন। পরে তা ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

 

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। এটা সামুদ্রিক মাছ। উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর