ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৩৭৪

এবার হিন্দিতে কাঁচা বাদাম গাইলেন হিরো আলম (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৫ ৮ ডিসেম্বর ২০২১  

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ইউটিউবে মুক্তি পেয়েছে হিরো আলমের হিন্দি গান কাঁচা বাদাম। গানটির সুর করেছেন সজল সমাদ্দার রনি। সঙ্গীতায়োজনে ছিলেন কাউসার পাশা। 

 

হিরো আলম বলেন, ‘ভারতের বাদাম বিক্রেতার (ভুবন বাদ্যকর) গানটি ভাইরাল হওয়ার পর অনেকেই আমাকে ফোন ও ফেসবুকে কাঁচা বাদাম গাওয়ার জন্য অনুরোধ করেন। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর অনুরোধেই এ গান গাইলাম। যদিও গানটি অনেকেই গেয়েছেন। তবে আমারটি সবার থেকে আলাদা। কারণ, আমি হিরো আলমই একমাত্র ব্যক্তি যে কিনা হিন্দিতে গানটি গেয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে। আপনারা উৎসাহ দিলে নিয়মিতভাবে নতুন নতুন গান নিয়ে হাজির হব।’

 

তিনি আরও বলেন, ‘দেখুন, গান বা অভিনয়ের কোনো শিক্ষা আমার নেই। আমি যত দূর এসেছি, নিজের প্রচেষ্টা ও আপনাদের ভালোবাসায়। আগামী দিনগুলোতে আমি আপনাদের এভাবেই সমর্থন আশা করি’।

 

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর