ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৩৬৩

এসএসসির স্কোরের ভিত্তিতে কলেজে ভর্তি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৪ ৭ আগস্ট ২০২০  

এসএসসির স্কোরের ভিত্তিতে কলেজে ভর্তি 

 খ্রিষ্টান মিশনারিদের দ্বারা পরিচালিত চারটি কলেজ ছাড়া বাকি কলেজগুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতেই উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ঢাকার চারটি কলেজ তথা নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে ভার্চুয়াল পরীক্ষা নেবে।

দেশের অন্যান্য কলেজে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রাপ্ত স্কোরের ভিত্তিতেই ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। আগামী রোববার থেকে শুরু হবে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া। 
সূত্র জানায়, খ্রিষ্টান মিশনারিদের দ্বারা পরিচালিত ওই সব কলেজ কর্তৃপক্ষকে পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ওই চারটি কলেজে আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে।
এ বছর ভর্তিপ্রক্রিয়ায় শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।