ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৬৫৩

এ বছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না, ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৯ ৭ অক্টোবর ২০২০  

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন,এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না। তবে শিক্ষার্থীদের জেএসসি-এসএসসি পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

বুধবার ভিডিও বার্তায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয় এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।
তিনি আরো বলেন, আমরা ১৩ লাখ ৬৫ হাজার ৬৮৯জন শিক্ষার্থীর ব্যাপারে প্রথম থেকেই সচেতন ছিলাম। আমরা দেখেছি বিশ্বের অনেক দেশ পরীক্ষা নিতে গিয়েও শেষ করতে পারেনি।
তিনি আরো জানান, কিভাবে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পাস উত্তীর্ণ করা হবে সেজন্য শিগগির একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। এই কমিটি মূল্যায়ন পদ্ধতি নির্ধারণসহ প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করবে।