ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২৩৫

করোনামুক্ত হওয়ার পর অবশ্যই বদলান টুথব্রাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৯ ৯ মে ২০২১  

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সারাবিশ্ব। আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কোভিড-১৯ পজিটিভ থাকাকালীন নিজের খেয়াল রাখা যতটা প্রয়োজন, ততটাই জরুরি করোনামুক্ত হওয়ার পর। 


এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের পুরনো টুথব্রাশ ফেলে নতুন দিয়ে দাঁত মাজা। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন এ কথা বলা হচ্ছে? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিল্লির লেডি হারডিঞ্জ মেডিক্যাল কলেজের ডেন্টাল সার্জারি বিভাগের প্রধান ডা. প্রবেশ মেহরা। 


তিনি জানান, করোনামুক্ত হওয়ার পরও দাঁতের ফাঁকে বা মুখের ভিতরে ভাইরাসের অবশেষ থেকে যেতে পারে। তা নতুন করে শক্তি পেয়ে আপনার শরীরের যেমন ক্ষতি করতে পারে, তেমনই পরিবারের অন্যান্য মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। 


তাই প্রথমবার কোভিড পজিটিভ হওয়ার ২০ দিন পরই পুরনো টুথব্রাশটি নিরাপদ কোনও জায়গায় ফেলে দেওয়া উচিত। পরে নতুন ব্রাশ ব্যবহার করা জরুরি। আর একই নিয়ম জিভ পরিষ্কার করার সামগ্রী অর্থাৎ টাং ক্লিনারের ক্ষেত্রেও করা প্রয়োজন বলে মনে করেন ডা. মেহরা।


তার সঙ্গে একমত আকাশ হেলথকেয়ার সুপার স্পেশ্যালিটি হসপিটালের ডেন্টাল কনসালট্যান্ট ডা. ভূমিকা মদন। তিনি জানান, সাধারণ জ্বর, সর্দি, কাশি বা মুখের ইনফেকশন হলেও ব্রাশ ও টাং ক্লিনার বদলের পরামর্শ দেওয়া হয়। 


একই ব্রাশ খুব বেশিদিন ব্যবহার করাও উচিত নয়। তাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে গিয়ে আবার ক্ষতি করতে পারে। সেই কারণে ইনফেকশনের পর অনেককে বেটাডিন কিংবা অন্যান্য মাউথওয়াশ দেওয়া হয়। সারা শরীরের মতো দাঁতের স্বাস্থ্যও খুব প্রয়োজনীয়। কারণ এটি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অঙ্গ বলেই মনে করেন দুই চিকিৎসক।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর