ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৪০০

করোনায় প্রাণ গেল ৩৫ জনের: শনাক্ত ১৯৫০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫১ ১ সেপ্টেম্বর ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯৫০ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৪৩১৬ জন কোভিড জনে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ২ লাখ ৮১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২০৯টি। এর মধ্যে ১৯৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন। 
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের চারজন ও ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর