ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৩২৮

করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড: ২৬ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৩ ১৫ মার্চ ২০২১  

চলতি বছরের মধ্যে আজ দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।

 

গত বছরের ১৫ ডিসেম্বর দেশে ১ হাজার ৮৭৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৭১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৭৩জন। মোট শনাক্ত ৫ লাখ ৫৯হাজার ১৬৮ জনে দাঁড়িয়েছে। 

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ১৪৩২জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এতে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর