ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২৬০

করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৪ ৪ মার্চ ২০২১  

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোন শেখ রেহানা।

 

বৃহস্পতিবার  বিকেলে এ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি।

 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন।

 

গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।

 

গত ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘টিকা আমিও নেব। তার আগে আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেট পূরণ হলেই আমি টিকা নেব।’

 

উল্লেখ্য, করোনা মহামারি রোধে ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর