ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
good-food
২৬৭

গর্ভাবস্থায় ভ্রূণে প্রভাব ফেলে করোনা সংক্রমণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৪ ১০ অক্টোবর ২০২১  

দেখতে দেখতে প্রায় দেড় বছরেরও বেশি সময় হয়ে গেল কোভিড-১৯ সংক্রমণের প্রকোপে বিপন্ন পৃথিবী। করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ে নানা আশঙ্কা শুরু থেকেই রয়েছে। এর মধ্যে অন্যতম শিশুদের উপরে করোনার প্রভাব। সম্প্রতি গবেষকরা দাবি করলেন, গর্ভাবস্থায় করোনা আক্রান্ত হলে তার প্রভাব পড়ছে ভ্রূণের উপর।

 

বিশেষ করে জন্মের পর সদ্যোজাতর রোগ প্রতিরোধ ক্ষমতা অন‌্য শিশুদের তুলনায় কমে যায়। ভাইরাল সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গর্ভাবস্থার বিভিন্ন মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এমন মায়েদের জন্ম দেওয়া ৩০টি শিশুর উপর সমীক্ষা চালিয়ে এমনই দাবি করছেন লন্ডনের কিং'স কলেজের গবেষকরা।

 

'নেচার ইমিউনোলজি জার্নালে' প্রকাশিত সমীক্ষাটিতে বলা হয়েছে, রোগ প্রতিরোধ করতে সক্ষম কোষ শরীরে যে পরিমাণ থাকলে সংক্রমণ হতে পারে, তা এমন সদ্যোজাত শিশুদের শরীরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকছে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ঘনঘন ভাইরাল সংক্রমণ ঘটছে একরত্তিদের।

 

এমনকি, গর্ভাবস্থার শুরুর দিকেও যদি মা করোনা আক্রান্ত হন, তাহলেও একই ভাবে সেই সংক্রমণের ক্ষতিকর প্রভাব ভ্রূণের উপর পড়ছে। তবে এটাও ঠিক, মায়ের শরীরে করোনার বিরুদ্ধে তৈরি হওয়া অ‌্যান্টিবডিও প্ল‌্যাসেন্টার মাধ‌্যমে গর্ভস্থ শিশুর শরীরে পৌঁছে যায়। যা তার প‌্যাসিভ ইমিউনিটি বাড়াতে সাহায‌্য করে। তবে গর্ভাবস্থার প্রথম দিকে আক্রান্ত হলেই প্ল‌্যাসেন্টা দিয়ে অ‌্যান্টিবডি পৌঁছয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর