ঢাকা, ০৪ মার্চ মঙ্গলবার, ২০২৫ || ২০ ফাল্গুন ১৪৩১
good-food
১৮

চাঁদে নামলো বেসরকারি মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:৫০ ৪ মার্চ ২০২৫  

পৃথিবী থেকে দৃশ্যমান বিশাল খাদ সী অব ক্রাইসিসে অনুসন্ধান চালাতে চাঁদে নেমেছে বেসরকারি মহাকাশযান ব্লু ঘোস্ট।মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এরোস্পেসের পাঠানো এ যানটি পৃথিবী ছাড়ে গত ১৫ জানুয়ারি; এরপর কয়েক সপ্তাহে পৃথিবীর কক্ষপথ পাড়ি দিয়ে পৌঁছায় চাঁদে। এ নিয়ে দ্বিতীয় কোনো বাণিজ্যিক যান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলো, বলছে বিবিসি।

 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখন বেসরকারি অনেক কোম্পানির সঙ্গে যৌথভাবে মহাকাশে অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে এ বেসরকারি যান পৃথিবীর একমাত্র উপগ্রহে সফলভাবে অবতরণ করলো। আরেকটি কোম্পানি, ইনটুইটিভ মেশিনের মহাকাশযান এথেনা আগামী কয়েকদিনের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বলে আশা করা হচ্ছে।

 

ইনটুইটিভই হচ্ছে প্রথম বেসরকারি কোম্পানি যারা চাঁদে যান পাঠিয়েছিল। তাদের মহাকাশযান ওডিসি গত বছরে ২২ ফেব্রুয়ারি উপগ্রহটির বুকে নামে। যদিও তাদের ওই মিশনের স্থায়িত্ব ছিল খুবই কম। ওডিসি চাঁদের একটি গর্তের ঢালে নামার পর তার ল্যান্ডিং গিয়ারের অনেকখানি ভেঙে যায়, এবং পরে যানটি উল্টে যায়।

 

ব্লু ঘোস্ট শেষ দুই সপ্তাহ চাঁদের কক্ষপথ পরিভ্রমণ করেছিল, পরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে এটি কোনো জটিলতা ছাড়াই চাঁদে নামে। ব্লু ঘোস্টকে নিয়ে চাঁদে অবতরণ করা বাণিজ্যিক যানের সংখ্যা দাঁড়াল দুই-য়ে। অবতরণ সফল হয়েছে- এ ঘোষণা শোনার পর ফায়ারফ্লাইয়ের সদরদপ্তরের কর্মীরা উচ্ছ্বাস ও করতালিতে ফেটে পড়ে।

 

ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটির গ্রহ সংক্রান্ত বিজ্ঞানের গবেষক ড. সিমিওন বারবার বলছেন, ব্লু ঘোস্টের মাধ্যমেই প্রথম কোনো বাণিজ্যিক উদ্যোগ চাঁদে সফলতার মুখ দেখলো। কেননা, এখনও মহাকাশযানটি আস্ত আছে এবং সাড়া দিচ্ছে।

 

মহাকাশের অন্যত্র অনুসন্ধানে চাঁদকে লঞ্চিং প্যাড বা যান উৎক্ষেপণ কেন্দ্র বানানোর লক্ষ্যেই অনেক বেসরকারি প্রতিষ্ঠান এখন চাঁদের পানে ছুটছে, বলেছেন তিনি। “চাঁদে গিয়ে আমরা শিখতে পারবো কীভাবে মহাকাশে এবং কখনো ঠাণ্ডা, কখনো গরম চাঁদের এমন রূঢ় পরিবেশে কী করে রোবোটিক যন্ত্রপাতি পরিচালনা করতে হয়। সেখানে ধুলোয় ভরা ও উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাও আছে,” বলেছেন সিমিওন বারবার।