ঢাকা, ১১ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২৮ চৈত্র ১৪৩১
good-food
৪৬২

টিকা নেয়ার পর খালেদা জিয়া জ্বরে আক্রান্ত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১২ ২২ জুলাই ২০২১  

টিকা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া জ্বরে আক্রান্ত।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ম্যাডাম ( খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তার।

 

মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় যান। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে  বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেখা হয়। 

 

খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।

 

রাত ৮টায় মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানে খালেদার বাসা ‘ফিরোজা’য় ঢোকেন। এক ঘণ্টা তারা সেখানে ছিলেন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর