ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২৩০

টিকা রফতানি বন্ধ করল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৩ ২৫ মার্চ ২০২১  

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কার করা সেরামের উৎপাদিত করোনাভাইরাসের টিকা রফতানি সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানায় বিবিসি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে- বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার সংক্রমন বেড়ে যাওয়ায় দেশের ৪৫ বছর বয়সী সব নারী পুরুষকে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্সের আওতাধীন ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।


 
ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করে।

ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ৬ কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রফতানি করেছে, যা বেশিরভাগই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার। এখন এপ্রিলের শেষ সময় পর্যন্ত টিকা রফতানি বন্ধ থাকতে পারে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর