ঢাকা, ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ১ ফাল্গুন ১৪৩১
good-food
১৮

টিসিবির পণ্য পেতে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০০ ১৩ ফেব্রুয়ারি ২০২৫  

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভর্তুকি মূল্যের পণ্য কিনতে গিয়ে তিনজন নারী অজ্ঞান হয়ে পড়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

অজ্ঞান হওয়া এক নারী ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার বাসিন্দা। সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা, না খেয়ে দীর্ঘসময় অপেক্ষা করা এবং ঠেলাঠেলির ফলে তিনি অজ্ঞান হয়ে যান। উপস্থিত লোকজন তাকে পানি দেন ও পাশে বসিয়ে সাহায্য করেন। পরে লোকজনের অনুরোধে টিসিবির ট্রাক থেকে তার কাছে পণ্য বিক্রি করা হয়।

 

ওই নারী জানান, তার স্বামী একজন ব্যক্তিগত গাড়িচালক। তাদের পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন, যার মধ্যে দুই মেয়ে স্কুলে পড়ে। স্বামীর সীমিত আয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে বলে তিনি টিসিবির ট্রাকে এসেছিলেন। তবে নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় গত দুই মাস ধরে তারা টিসিবির পণ্য পাচ্ছেন না। একই লাইনে দাঁড়িয়ে আরও দুই নারী অজ্ঞান হয়ে যান। দীর্ঘসময় লাইনে অপেক্ষা এবং ধাক্কাধাক্কির কারণে তারা সড়কে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ৭৮ টাকায় বিক্রি করে সংস্থাটি।

 

টিসিবির ট্রাক থেকে এসব পণ্য কিনলে একজন ভোক্তার প্রায় ৪০০ টাকার মতো সাশ্রয় হয়। এ কারণে ট্রাকের পেছনে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। তবে ভিড়ের সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি ও হয়রানির ঘটনা।