ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৫১৩

তেল, চাল, গমসহ ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ৩০ আগস্ট ২০২২  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার তেলের মতো চাল ও গমসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে। ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এটা সত্য। তবে তার ফলটা আমরা পাচ্ছি না। কারণ ডলারের দাম বেড়েছে।

 

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমলে আবারও সমন্বয় করা হবে। সরকার অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা সম্ভব হলে আবারও দ্রব্যমূল্যের সমন্বয় করা হবে।