ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৬১১

পিইসি জেএসসি পরীক্ষা বাতিল হতে পারে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ১১ আগস্ট ২০২০  

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল হতে পারে।
 করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে চলতি বছর পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা আসতে পারে সহসাই। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি বছর  পিইসি-জেএসসি সমাপনী পরীক্ষা না হলেও বার্ষিক পরীক্ষা নেয়া হবে। আগামী সেপ্টম্বর থেকে নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হবে। 
এই সময়ের মধ্য শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে ‘অটো-পাস’ দিয়ে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উঠানো হবে। এদিকে পরীক্ষার্থীদের সিলেবাস কমানোর বিষয়ে এ সপ্তাহে ব্যানবেইস এ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করে মতামত গ্রহণ করবে শিক্ষামন্ত্রণালয়।