পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগাযোগে আপত্তি সরকারের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ৩১ অক্টোবর ২০২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায় বাংলাদেশ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অপূর্ব জাহাঙ্গীর বলেন, “বাংলাদেশ সরকার ডব্লিউএইচওর (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) কাছে একটি চিঠি দিয়েছে, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে যাতে বাংলাদেশ সরাসরি ডব্লিউএইচওর সঙ্গে যোগাযোগ করতে পারে এবং পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক। তিনি ভারতের নয়াদিল্লীতে অফিস করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।সরকারের অবস্থান তুলে ধরে অপূর্ব বলেন, “সায়মা ওয়াজেদ পুতুল এখন আমাদের জন্য অকার্যকর, তার বিরুদ্ধে যেহেতু কয়েকটি ফৌজদারি মামলা এবং আর্থিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে, সেহেতু ডব্লিউএইচওকে জানানো হয়েছে তার মাধ্যমে যাতে যোগাযোগ করতে না হয়, বাংলাদেশ যাতে সরাসরি যোগাযোগ করতে পারে। সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”
শফিকুল আলম বলেন, “এখানে বিষয়টা নৈতিক, তার (সায়মা) বিরুদ্ধে আর্থিক ‘অপরাধ’ এবং অন্যান্য কিছু অপরাধে তাকে ‘অভিযুক্ত’ করা হয়েছে। তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তার বিরুদ্ধে বিএফআইইউ তদন্ত করছে। সেক্ষেত্রে তার মাধ্যমে আমাদের কাজ করার প্রশ্নই ওঠে না।”
এ বিষয়ক চিঠি এরই মধ্যে ডব্লিউএইচওকে পাঠানো হয়েছেও বলেও ব্রিফিংয়ে জানানো হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের বৈঠকে কী নিয়ে আলোচনা, সে বিষয়ে কথা বলেন শফিক।
রোহিঙ্গা সংকট নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নতুন করে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। রাখাইনে খুবই অস্থিরতা বিরাজ করছে, সেখান থেকে আসছে, তাদের বিষয়ে আলাপ হয়েছে। আসিয়ানে যাতে ভালো রোল প্লে করতে পারে সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে যে কমিশনগুলো হয়েছে হয়েছে সেগুলোর নিয়ে কথাবার্তা হয়েছে।”
মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্ত করছে, সেগুলো নিয়েও আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা (তুর্ক) জানিয়েছে, বাংলাদেশের রূপান্তরের এই সময়কে তারা সমর্থন করতে চাইছে, সেজন্য তাদের অফিসকে ইনভেন্ট করতে চাইছে, এটা আমাদের জানিয়েছে।’’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার দেখা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং দেশের ট্রাইব্যুনালের মধ্যে সমন্বয় কীভাবে হবে- এ বিষয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘‘জাতিসংঘের রিপোর্টটা কিন্তু পুরো স্বাধীন একটা প্রতিবেদন, আমাদের কোনো প্রভাব নেই, আমাদের কোনো ভূমিকা নেই।
“তারা এসেছেন, দেখেছেন এখানে কী ধরনের নৃশংসতা হয়েছে, সেই অনুযায়ী তারা নিজেরাই তদন্ত করছেন। ওইটার কাজ যখন শেষ হবে তারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা প্রতিবেদন দেবেন।”শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা হবে- এ সংক্রান্ত প্রশ্নে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘‘প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু উনার বিরুদ্ধে কেইস চলছে এবং তখন রায় ঘোষণার পর তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
“যেহেতু এখানে আমাদের সাথে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি রয়েছে, হয়ত সেই চুক্তির মাধ্যমে উনাকে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু সেটি রায় ঘোষণা হওয়ার পর বলা সম্ভব হবে।” আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিরত থাকার বিষয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘‘পুরো বিষয়টি একটি রাজনৈতিক সলাপরামর্শের বিষয় আছে। আপনি যদি প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটা দেখেন ওইখানে তিনি বলেছেন, ‘আমরা তো অরাজনৈতিক একটি সরকার। এ বিষয়টি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর নির্ভর করবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিস্ট দলের কোন রোল দেখছি না’।”
ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে কালবেলা পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনের সত্যতা পাওয়া যায়নি জানিয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘‘সেই রিপোর্টকে সিরিয়াসলি নিয়ে সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। এই কমিটির প্রতিবেদন সরকারের হাতে এসেছে।
“প্রতিবেদনে জানা গেছে, প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়। সরকারের পক্ষ থেকে দৈনিক কালবেলাকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের রিপোর্টটি পর্যালোচনা করে এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।”
নির্বাচন কমিশন গঠন সার্চ কমিটি প্রজ্ঞাপন কবে নাগাদ হবে জানতে প্রেসসচিব বলেন, “আমরা আশা করছি যে ১-২ দিনের মধ্যে হবে।’’ সংস্কার কমিশন নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘‘কমিশনগুলোর ৩১ শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। অন্তর্বর্তী সরকার পরবর্তীতে ওই রিপোর্টগুলো নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি. তাদের সাথে কথা বলবেন।’’
- ট্রাম্পের শুল্ক আরোপ: বিশ্বব্যাপী শেয়ার বাজারে বিপর্যয়
- মোদির সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলন ডঃ ইউনুস
- পেঙ্গুইন দ্বীপেও শুল্কারোপ করলেন ট্রাম্প
- গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরীমণির বিরুদ্ধে থানায় জিডি
- জজের বেপরোয়া গাড়ির ধাক্কায় সাংবাদিক আনোয়ার হক আহত
- মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা
- আমের পাতাও ফেলনা নয়, রয়েছে হাজারো গুণ
- বাংলাদেশে ঈদ সোমবার, ৩ দেশে তারিখ ঘোষণা: খালিজ টাইমস
- ঈদে মুক্তি পাচ্ছে যে ৬ সিনেমা
- ভূমিকম্প হওয়ার আগে সতর্ক করবে গুগল
- নিজের প্রতিষ্ঠান নিজেই কিনলেন ইলন মাস্ক!
- রাকসু গঠনতন্ত্র বিষয়ক কিছু পরামর্শ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবেন যে ৫ ফল
- বাসায় ফিরেই ফেসবুকে পোস্ট তামিমের, যা জানালেন
- ঈদের আগে চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী
- শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার-থাইল্যান্ড, ১৫০ জনের মৃত্যু
- রোববার বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে কবে ঈদ
- ডিআরইউতে হামলায় আহত ৩, গ্রেফতার ২
- ঈদের ছুটি: বাড়ির নিরাপত্তা জোরদার করার যত উপায়
- আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তামিমের: চিকিৎসক
- ময়মনসিংহে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি
- ঘুষি মেরে বেশ করেছি, ও যা নোংরামি করেছে এটাই প্রাপ্য: শ্রাবন্তী
- মেয়র হিসেবে শপথ নেয়া নিয়ে যা বললেন ইশরাক
- ‘ছাত্র-জনতার দাবিতে’ কাপড় দিয়ে ঢাকা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল
- `গৃহযুদ্ধের পরিকল্পনার` অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
- ও আলোর পথযাত্রী, এখানে থেমো না
- লাইলাতুল কদরে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়
- অনিশ্চয়তার অবসান: ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের দুই সিনেমা
- আর্জেন্টিনার কাছে ৪ গোল হজম, ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
- আড়াই প্যাঁচের জিলাপিতে এত গুণ
- জজের বেপরোয়া গাড়ির ধাক্কায় সাংবাদিক আনোয়ার হক আহত
- আমের পাতাও ফেলনা নয়, রয়েছে হাজারো গুণ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবেন যে ৫ ফল
- ভূমিকম্প হওয়ার আগে সতর্ক করবে গুগল
- রাকসু গঠনতন্ত্র বিষয়ক কিছু পরামর্শ
- বাসায় ফিরেই ফেসবুকে পোস্ট তামিমের, যা জানালেন
- রোববার বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে কবে ঈদ
- ঈদের আগে চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী
- ঈদে মুক্তি পাচ্ছে যে ৬ সিনেমা
- বাংলাদেশে ঈদ সোমবার, ৩ দেশে তারিখ ঘোষণা: খালিজ টাইমস
- ডিআরইউতে হামলায় আহত ৩, গ্রেফতার ২
- নিজের প্রতিষ্ঠান নিজেই কিনলেন ইলন মাস্ক!
- শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার-থাইল্যান্ড, ১৫০ জনের মৃত্যু
- মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা
- ট্রাম্পের শুল্ক আরোপ: বিশ্বব্যাপী শেয়ার বাজারে বিপর্যয়
- গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরীমণির বিরুদ্ধে থানায় জিডি
- মোদির সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলন ডঃ ইউনুস
- পেঙ্গুইন দ্বীপেও শুল্কারোপ করলেন ট্রাম্প