ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৪৪৯

বছরের প্রথমদিনে করোনায় মৃত্যু-আক্রান্ত দুই’ই কমেছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৯ ১ জানুয়ারি ২০২১  

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বছরের প্রথম দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ জন সহ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫৭৬ জনের।

দেশে এই সময়ে  নতুন করে আরো ৯৯০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট সনাক্ত রোগী দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫৫০ জন।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে থেকে শেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ভারাইসটি থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দুজন, খুলনা দুজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর