ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
good-food
১২৯৩

বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও সার্ভিস 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৮ ১৪ জুলাই ২০২১  

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব আর অনলাইন সংবাদপত্রের বাড়বাড়ন্ততার কারণে রেডিও শ্রোতা কমে এসেছে। এমন পরিস্থিতিতে ছয় দশকের বেশি সময় ধরে বাংলায় খবর প্রচার করে আসা ভয়েস অব আমেরিকার ‘বাংলা রেডিও’ বন্ধ হয়ে যাচ্ছে।

 মঙ্গলবার ভয়েস অব আমেরিকার ভারপ্রাপ্ত প্রোগ্রামিং ডিরেক্টর জন লিপম্যান এক বিবৃতিতে আগামী ১৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে রেডিওটি বন্ধ হবে জানিয়েছেন।

৬৩ বছর ধরে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলা রেডিও খবর দিয়ে আসছিল। বন্ধ হয়ে যাওয়ার আগের দিনগুলোতে বাংলা রেডিও স্মৃতিবিজড়িত পুরোনো অনুষ্ঠান সম্প্রচার করবে। ১৯৫৮ সালের পর থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত কীভাবে পরিবর্তন এসেছে তুলে ধরা হবে সেসব অনুষ্ঠানে।

বাংলা রেডিও বন্ধ হলেও টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তাদের কনটেন্ট পরিধি আরও বিস্তৃত হবে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সপ্তাহে ১৬ মিলিয়ন দর্শক শ্রোতা যুক্ত থাকায় এই কার্যক্রম বাড়ানো হচ্ছে।

জন লিপম্যান বলেছেন, ১৯৫৮ সালে বাংলা রেডিও চালু হওয়ার সময় আজকের বাংলাদেশ ছিল তখনকার পূর্ব পাকিস্তানের অন্তর্গত। চালুর সময় সেসময় ওই অঞ্চলে সামরিক আইনের কারণে কোনো টেলিভিশন কিংবা প্রাইভেট রেডিও ছিল না। স্বাধীন সংবাদ এবং খবরের জন্য সীমান্তের বাইরে থেকে ভয়েস অব আমেরিকার শর্টওয়েভ রেডিও ট্রান্সমিশন ছিল বাংলা ভাষাভাষী মানুষের লাইফলাইন।

ভয়েস অব আমেরিকার ভারপ্রাপ্ত প্রোগ্রামিং ডিরেক্টর বলছেন, বাংলাদেশি মানুষের জন্য এখন অনেক টেলিভিশন এবং রেডিও আছে। দেশটিতে অনলাইন খবরের চাহিদা বাড়ছে।