ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food

বলিউডের ‘সংগ্রামের’ কথা বললেন অজয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৮ ২১ এপ্রিল ২০২৫  

‘কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকরা আদৌ প্রেক্ষাগৃহে আসবেন কী না সেটি নিয়ে আমারা নিশ্চিত নই, আমরা জানি না কোন কাজটি তারা প্রত্যাখ্যান করবেন, আর কোনটি লুফে নেবেন’-হিন্দি সিনেমার মন্দা দশা নিয়ে এই উপলব্ধির কথা জানিয়েছেন মুম্বাইয়ের অভিনেতা অজয় দেবগন।

 

তিনি বলেছেন, চলচ্চিত্র টিকিয়ে রাখতে এবং নিজেরাও জীবিকার এই মাধ্যমে টিকে থাকতে তারা ‘সংগ্রাম’ করছেন। রেইড ২’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে মুম্বাইয়ে উঠে আসে হিন্দি সিনেমার ব্যবসার নাজুক পরিস্থিতির কথা।

 

এ প্রসঙ্গে অজয় বলেন, “কোভিড মহামারীর সময় ভারতীয় দর্শক ওটিটিতে আন্তর্জাতিক কনটেন্ট বেশি দেখা শুরু করল। ফলে তাদের ভাবনা, চিন্তার জগতে একটা পরিবর্তন আসল। আমরাও সেটা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

 

দর্শকদের রুচির বদল বা প্রত্যাশা নিয়ে অজয়ের ভাষ্য, ইন্ডাস্ট্রি এ ব্যাপারে তেমন ‘বুঝে উঠতে পারছে না’। “আমরা বিষয়টাকে বুঝে ওঠার চেষ্টা করছি মাত্র।” এই বলিউড তারকা বলেছেন, এমন নয় যে কেবল হিন্দি সিনেমার দুর্দশা চলছে। বিভিন্ন দেশ এই সংকটে পড়েছে বলে ভাষ্য তার।

 

অজয় বলেন, “সারা দুনিয়ায় অনেক সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলোর কিছু চলছে বা চলছে না। বলিউড, দক্ষিণি সিনেমা, হলিউড, সব জায়গায় একই পরিস্থিতি।" মাল্টিপ্লেক্সে টিকেটের দাম বেশি বলেই কি মানুষ সেখানে যাচ্ছে না? এই প্রশ্নে অজয় বলেছেন, তিনি এটাকে গুরুতর কারণ বলে মনে করছেন না।

 

“দর্শক যখন সিনেমা হলে আসেন, তখন একই টাকা দিয়ে টিকেট কেটে সিনেমা দেখেন। আমি মনে করি, দর্শক ঠিক করে নেন, কোন সিনেমটা দেখবেন আর কোনটা দেখবেন না।” দর্শক খরার পেছনে প্রচার কাজের একঘেয়েমিকেও দায়ী করেছেন এই অভিনেতা।

 

তিনি বলেন, “আমরা যেভাবে প্রচার করি, সেটি দর্শককে আকর্ষণ করছে না বলে আমি মনে করি। দর্শক কিন্তু ভালো কনটেন্টের জন্য ব্যাকুল হয়ে থাকেন। সিনেমার ট্রেইলার যদি ভালো হয়, গান যদি হিট হয়, তাহলে দর্শক নিশ্চিতভাবে সিনেমাটি দেখতে আসেন।”

 

নায়কের কথায়, “দর্শক কি দেখতে চাইছেন শেষ পর্যন্ত সেটার ওপরেই সবকিছু নির্ভর করবে।” অজয়ের ‘রেইড ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মে মাসের এক তারিখে। রাজকুমার গুপ্তার পরিচালনায় প্রথম কিস্তি ‘রেইড’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সাত বছর পর সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে।

 

অজয় সিনেমায় ‘অময় পটনায়ক’ নামের এক সৎ আয়কর অফিসারের চরিত্র করে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। সিনেমার দ্বিতীয় পর্বেও আছেন তিনি। কিন্তু এবার বদলে গেছে তার স্ত্রী চরিত্রের অভিনেত্রী।

 

আগের বার অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজকে। এবার ইলিয়ানার বদলে কাজ করেছেন বাণী কাপুর। খলনায়কের ভূমিকায় আছেন অভিনেতা রীতেশ দেশমুখকে। আর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা সৌরভ শুক্লা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর