ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৫০৮

বিশ্ববিদ্যালয়ের ছুটিও বাড়লো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৮ ১৬ মে ২০২১  

করোনা মহামারীর সংক্রমণ এড়াতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি  আগামী ২৯  মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এই  সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কভিড-১৯ অতিমারিতে সংক্রমনের উর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২৯  মে ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

এই  সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং  শিক্ষক-শিক্ষার্থী ও  অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।' এর আগে শনিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়া হয়।