ঢাকা, ২৩ এপ্রিল বুধবার, ২০২৫ || ৯ বৈশাখ ১৪৩২
good-food
৭২৪

বুয়েটে ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৮ ১৩ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি সাইফুল ইসলাম জানিয়েছেন,  সোমবার ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববার  নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সাইফুল ইসলাম বলেন, আবরার হত্যাকাণ্ডের কিছুদিন আগে আইজিপির সঙ্গে দেখা করে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সব হল রেড (তল্লাশি) হবে। আমরাও আশা করছি, ই সুযোগে সব হল পরিষ্কার করতে সক্ষম হবো। আমরা ইতিমধ্যে শক্ত পদক্ষেপ নিয়েছি।