ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৫৩৫

বৃটিশ সিংহাসনের নতুন রাজা প্রিন্স চার্লস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৩ ৯ সেপ্টেম্বর ২০২২  

প্রিন্স চার্লস এখন রাজা তৃতীয় চার্লস। ১৪টি কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রধান হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার মা রাণি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বয়ংক্রিয়ভাবে রাজা হয়েছেন। এর আগে প্রিন্স চার্লস ও তার সব ভাই-বোন, রাজপরিবারের অন্য সদস্যরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে যান স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে। সেখানে রাণির মৃত্যুর সময় সবাই উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে কিংবদন্তি রাণি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এক বিবৃতিতে রাজা বলেন, একজন প্রিয় রাণি এবং প্রিয়তম মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি জানি সারা দেশ, রাজ্য ও কমনওয়েলথ এবং সারা বিশ্বের অগণিত মানুষ তার মৃত্যুকে গভীরভাবে অনুভব করবেন। খবর : অনলাইন বিবিসি।

 

রাজা চার্লস বলেন, প্রয়াত রাণির প্রতি ‘যে সম্মান ও গভীর স্নেহ রয়েছে’ এই শোক এবং পরিবর্তনের সময়কালে সেটা তাকে, তার পরিবারকে সান্ত্বনা দেবে, শক্তি জোগাবে।

 

রাজার প্রতি প্রধানমন্ত্রীর আনুগত্য
প্রধানমন্ত্রী লিজ ট্রাস মাত্র মঙ্গলবার রাণির আমন্ত্রণে বৃটেনের নতুন সরকার প্রধানের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
বৃটেনের নতুন রাজা সম্পর্কে লিজ ট্রাস বলেন, তার মা যেমন দীর্ঘদিন ধরে অগণিত মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরাও রাজার প্রতি আমাদের আনুগত্য ও ভক্তি নিবেদন করছি।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর