ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
১৮৪৮

বোমা আতঙ্কে সিএনএনের সম্প্রচার বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৩ ৭ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বোমা আতঙ্কে সিএনএনের নিউইয়র্ক অফিস ও স্টুডিওর কর্মীদের সরিয়ে নেয়ায় ৪০ মিনিট বন্ধ থাকে মার্কিন গণমাধ্যমটির সম্প্রচার কার্যক্রম। এরপর আবার স্বাভাবিক কার্যক্রম চালু হয়।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ফোনকলের মাধ্যমে সিএনএন অফিসে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপরই জরুরি ভিত্তিতে সেখানে থাকা সব কর্মীকে সরিয়ে নেয়া হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে ডন লেমনের অনুষ্ঠান ‘সিএনএন টুনাইট’ চলছিল। এ সময় হুমকি আসায় সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তখন সরাসরি সম্প্রচার বন্ধ করে ধারণকৃত সম্প্রচারে চলে যায় সিনএনএন।

লেমন বলেন, আমাদের ভবন থেকে সরে যেতে বলা হয়।এটা করতে বলা হয় দ্রুততম সময়ের মধ্যে। তখনই আমরা ভবন থেকে বের হয়ে যাই।এখন ভবনের বাইরে অবস্থান করছি।

তিনি আরও বলেন, আমরা যারা ভেতরে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম তারা সবাই এখন বাইরে অবস্থান করছি।

বোমা হামলার হুমকি দেয়ার পর পরই অসংখ্য পুলিশ ও দমকল বাহিনীর ট্রাক দিয়ে সিএনএন অফিসের সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।