ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
১৯০

ব্যাংকে লেনদেনে সময়সূচি, অফিস চলবে ৫টা পর্যন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৫ ৪ নভেম্বর ২০২২  

ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 

বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের আগস্টে জারি করা ডিওএস সার্কুলার লেটার-২৪-এর নির্দেশনা বলবৎ থাকবে।

 

গত আগস্টে ব্যাংকে লেনদেনের সময়সূচি এগিয়ে আনা হয়। তখন সময়সূচি করা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।