ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
১৪৪৪

ভিডিও ভাইরাল, পিকনিক পার্টিতে বাঘের হানা ! 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৭ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

ভারতের ওডিশার দারিংবারিতে পিকনিক করতে গিয়ে বাঘের শিকার পর্যটকরা! হোয়াটসঅ্যাপে সম্প্রতি ভাইরাল হয়েছে এই মেসেজ। বীভৎস ছবি ও ভিডিও’র সঙ্গে শেয়ার করা হচ্ছে মেসেজটি।

 

ভিডিওতে এক ব্যক্তিকে ঘিরে ফেলার পর আক্রমণ করতে দেখা গেছে বাঘকে। পাশ থেকে আর্তনাদ ও গুলির আওয়াজও শোনা যাচ্ছে।

 

বীভৎস এই ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। পর্যটকরাও ওই এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

 

সাম্প্রতিক সময়ে ওডিশায় কোনও বাঘের হানা হয়নি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি দু'বছরের পুরোনো এবং চিনের এক চিড়িয়াখানার। ওই ভিডিও’র সঙ্গে শেয়ার করা ছবিগুলিও বিভিন্ন সাইট থেকে নেয়া।

 

'Tiger Attack in Daringbadi' কিওয়ার্ড দিয়ে সার্চ করলে 'ওডিশা পোস্ট' এর একটি খবর পাওয়া যায়। যা অনুযায়ী, গোটা বিষয়টি গুজব। পুলিশ ও বন দফতরের আধিকারিকদের মতে, ওই এলাকায় বাঘের হানায় কারোর মৃত্যু ঘটেনি। স্থানীয় হাসপাতাল থেকেও এমন কোনও হতাহতের খবর মেলেনি।

ওই এলাকায় পিকনিক বন্ধ করতেই এই গুজব রটানো হয়েছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

 

ভাইরাল ছবিগুলিকে ব্যবহার করে রিভার্স-ইমেজ সার্চ করে জানা যায়, ছবিটি ৩১ জানুয়ারি, ২০১৭-তে @TrashCudi অ্যাকাউন্ট থেকে ট্যুইট করা হয়েছিল। ট্যুইটে বর্তমানে ভাইরাল ভিডিওটিরও খোঁজ মেলে। ট্যুইটটি ৭ হাজার রি-ট্যুইট করা হয়েছে এবং আড়াই লাখ দর্শক দেখেছেন।

 

ট্যুইট অনুযায়ী, ভিডিওটি চিনের। যা অনুযায়ী, চিড়িয়াখানার টিকিট না কেটে দেওয়াল টপকে ঢুকতে গিয়ে বাঘের গুহায় গিয়ে পড়েন এক ব্যক্তি।

আরও খুঁজলে, ওই ঘটনা সংক্রান্ত খবরের সন্ধানও মেলে।

ওডিশার দারিংবারিতে বাঘের হানায় মৃত্যুর খবরটি ভুয়ো বলে জানা গেছে।  ইন্টারনেট। 

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর