ঢাকা, ০৩ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ চৈত্র ১৪৩১
good-food
৪৩

ভূমিকম্প হওয়ার আগে সতর্ক করবে গুগল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:৩৬ ৩০ মার্চ ২০২৫  

ভূমিকম্প হওয়ার আগে ব্যবহারকারীকে সতর্ক করা হবে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বৃহস্পতিবার (১৭ জুন) ফিলিপাইনের সংবাদমাধ্যম বিজনেস ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

 

চলতি বছরের এপ্রিলে এক ব্লগপোস্টে গুগল জানায়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগে থেকে সতর্ক করা না হলে অনেকে দুর্ঘটনার সম্মুখীন হন। সেই কারণেই প্ল্যাটফর্মটি ‘আর্থকুয়েক অ্যালার্ট ফিচারের’ মাধ্যমে ব্যবহারকারীদের ভূমিকম্প থেকে সতর্ক করবে।

 

ব্লগপোস্টে আরও বলা হয়, ‘ফিচারটি আমরা গত বছরের আগস্টে চালু করেছি। ইতোমধ্যে নিউজিল্যান্ড ও গ্রিসের ব্যবহারকারীরা এটি ব্যবহার করছেন। আশা করা হচ্ছে, এটি বিশ্বব্যাপী চালু হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।’

 

গুগলের ফিলিপাইন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর বার্নাডেট নাকারিও বলেন, ‘ফিলিপাইনে অচিরেই এটি চালু করা হবে। আর্থকুয়েক অ্যালার্ট ফিচার চালুর মাধ্যমে দেশটিতে গুগলের পণ্য ও সেবার প্রচার-প্রসার চালানো আমাদের উদ্দেশ্য।’