ঢাকা, ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ১ ফাল্গুন ১৪৩১
good-food
২১

ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাচ্ছে যেসব নাটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫২ ১২ ফেব্রুয়ারি ২০২৫  

২০২৫ বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো সাজ সাজ রবে মুখরিত বিনোদন পাড়া। ফেব্রুয়ারি শুরুর পর থেকেই নাটকপ্রেমিরা রীতিমতো মুখিয়ে রয়েছেন ছোট পর্দার বর্ণিল আয়োজন দেখার জন্য। অনেকে বসে পড়েছেন প্রিয় তারকার নাটকগুলো আলাদা করে লিস্ট করার। এই উদ্দীপনার খোরাক যোগাতে নির্মাতারাও টিজার, ট্রেলার ও ফার্স্ট লুকের সয়লাব তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বরাবরের মতো দর্শকদের প্রত্যাশিত দৃষ্টি থাকছে ইউটিউব চ্যানেলগুলোর প্রতি। চলুন, দেখে নেয়া যাক- এবারের ভ্যালেন্টাইন উৎসবের কোন নাটকগুলো দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে। ভালোবাসা দিবস ২০২৫-এর যে ১০টি নাটক ব্যাপক সাড়া ফেলতে পারে-

 

মন-দুয়ারি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার জুটি বাঁধতে চলেছেন সময়ের নতুন দর্শকনন্দিত মুখ নাজনীন নাহার নিহার সঙ্গে। দেশের সফল নির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় এই জুটিকে দেখা যাবে সুখ-দুঃখ মিশ্রিত একটি পারিবারিক গল্পে। নিউইয়র্ক প্রবাসী অপূর্ব দেশে ফিরে দাদিকে নিউইয়র্ক নিয়ে যেতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের লোকজন। এসময় অপূর্বর পরিচয় হয় নিহার সঙ্গে। এই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়। একই সঙ্গে এই অদ্ভূত মেয়েটির সংস্পর্শে পরিবার নিয়ে অপূর্বর মনের সব প্রতিবন্ধকতা কেটে যেতে শুরু করে।‘মন-দুয়ারী’ শিরোনামের এই নাটকের গল্প লিখেছেন নাসির খান ও পরিচালক নিজে।

 

অপূর্ব-নিহা জুটি ছাড়াও নাটকের বিভিন্ন ভূমিকায় রয়েছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শারমীন সুলতানা শর্মী, শফিউল আলম বাবু, মিলি মুন্সী ও রাইসা। সঙ্গীত নির্ভর নাটকের গানগুলোতে কথা দিয়েছেন সোমেশ্বর ওলী ও মেহেদী হাসান লিমন এবং সুর করেছেন সাজিদ সরকার ও সজিব দাশ। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা, অবন্তি সিঁথি, মাহতিম সাকিব, রেহান রাসুল ও নাজির মাহমুদ। কালার গ্রেডিংসহ সার্বিক সম্পাদনায় ছিলেন রাশেদ রাব্বি। সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)-এর ব্যানারে নাটকের প্রযোজনা করেছেন শেখ শাহেদ আলী পাপ্পু।

 

বেস্ট ফ্রেন্ড ২.০

৪ বছর পর নিজেদের সেরা ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবার ফিরছেন মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান। চতুর্থ সংস্করণ হলেও পরিচালক প্রবীর রায় চৌধুরী নাটকের শিরোনাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড ২.০। সিরিজটির প্রথম নাটক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে, যেটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে এর ‘অভিযোগ’ গানটি দর্শকদের মনে গেঁথে যায়। এরই ধারাবাহিকতায় ২০১৯ ও ২০২১ সালে নাটকের আরও দুটি সিক্যুয়াল বের হয়। সেই শেষবার জোভান-মেহজাবীন জুটিকে দেখেছিল দর্শক। এতদিন বাদে সেই নস্টালজিয়ায় আবারও প্রাণবন্ত হবে বন্ধুত্ব ও ভালোবাসার গল্প। নাটকটি উপভোগের জন্য চোখ রাখতে হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

 

বসন্ত বৌরি

অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে উদীয়মান তারকা খায়রুল বাশারের জুটিটি দর্শকদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। আসছে ভালোবাসা দিবসে আবারো এই জুটির কাজ দেখতে পাবেন দর্শকরা। মিশুক মিঠুর নির্দেশনায় ‘বসন্ত বৌরি’ নাটকটিতে রাশভারী রোমান্টিক গল্পের অবতারণা করবেন এই দুই মেধাবী অভিনয়শিল্পী। গল্পের লেখনিতে ছিলেন জাহান সুলতানা। অন্যান্য সহ-অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, মিলি বাশার, আব্দুল্লাহ রানা ও মুহিত তমাল। কেএস ফিলম্স প্রযোজিত নাটকটির সঙ্গতে ছিলেন জাহিদ নীরব এবং সম্পাদনা ও রঙ বিন্যাসে ময়ুখ বারী।

 

তোমায় পাবো কি?

এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সাজ্জাদ হোসেন বাপ্পী। গল্পের কেন্দ্রীয় চরিত্র রুদ্র ও চিত্রা। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। একজন গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে রুদ্র। সংগ্রামের সময়গুলোতে চিত্রা সর্বদা পাশে থেকে রুদ্রকে সাহস দেয়। কিন্তু পোস্ট-গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাওয়ার সময় চিত্রার পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ আসে। রুদ্রর কথা জানালে তারা কিছুতেই সম্মতি দেয় না। অন্যদিকে রুদ্রও প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করতে নারাজ। এমন উভয় সঙ্কটে পড়ে কষ্ট নিয়ে চিত্রা অস্ট্রেলিয়া চলে যায়। 

 

পোস্ট-গ্রাজুয়েশনের পর দেশে ফিরে এসে চিত্রা রুদ্রের সঙ্গে দেখা করার চেষ্টা করে। কিন্তু তখনও সে জানে না যে, রুদ্র এখন অনেক বড় সঙ্গীতশিল্পী হয়ে গেছে। কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। মাঝের বিশাল এক সময় তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। আদৌ কি তাদের মধ্যে ফের দেখা হবে? এর উত্তর জানতে দেখতে হবে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত এই নাটকটি। রুদ্রের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, আর চিত্রার ভূমিকায় তানজিম সাইয়ারা তটিনী। সম্পাদনা ও রঙ বিন্যাসে ছিলেন রাশেদ রাব্বি ও আবহ সঙ্গীতে শুভ্র রাহা। গিগাবাইটের ব্যানারে নাটকটি সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

 

নাস্তা

এবারের ভ্যালেন্টাইনের সবচেয়ে ভিন্নধর্মী নাটকটি উপহার দিতে চলেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তার ‘নাস্তা’ নাটকটি মূলত দেশাত্ববোধক পটভূমিতে রচিত এবং পরিবেশনা সম্পূর্ণ থ্রিলার ঘরানার। সমসাময়িক ঘটনা অবলম্বনে তৈরি নাটকটির গল্প ও চিত্রনাট্য গড়েছেন মোসাব্বের হোসেন মুয়ীদ।‘সবার আগে দেশ’। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর এক তরুণের এই ফেসবুক স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। তারপর এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই সেই তরুণের জীবনে নেমে আসে ভয়ানক দুঃস্বপ্ন। সদ্য প্রকাশিত ট্রেলারের পুরোটা ছিল বদ্ধ ঘরে ভয়াবহ নির্যাতনের দৃশ্য। সেই সঙ্গে অন্যায় পরামর্শ ও উপহাস।

 

সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়ের বিরুদ্ধে জেনারেশন জি-এর একজন প্রতিনিধির আত্মত্যাগকে তুলে ধরা হয়েছে এই নাটকে। সেই তরুণের চরিত্রে দেখা যাবে উদীয়মান অভিনেতা আরোশ খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শওকত হোসেন মামুন, টুইঙ্ক ক্যারল ও সারজিন হোসেন জিম। নাটকের সম্পাদনা করেছেন শামীম রহমান এবং নির্মাণে ছিল আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি (ইউসিএফ)।

মনেরই রঙে রাঙিয়ে

ইতোমধ্যে অভিনয়ে অভিষিক্ত হওয়া সংগীতশিল্পী সাবরিনা পড়শী আবারো আসছেন নতুন একটি নাটক নিয়ে। এবার তিনি অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের বিপরীতে। একই সঙ্গে নাটকের একটি গানেও কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। গানের সুর-সংগীতে ছিলেন রুমি নিজে, আর গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত ‘মনেরই রঙে রাঙিয়ে’ শিরোনামে নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তৌসিফ-পড়শী জুটির পাশাপাশি নাটকে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু ও সাদনিমা প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন ফুয়াদ বিন আলমগীর। নাটকটি মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

 

কাঠগোলাপের বিয়ে

ফরিদ উদ্দিন মোহাম্মদ পরিচালিত এই নাটকটি মূলত একটি কবিতা নির্ভর পরিবেশনা। স্বপ্নীল চক্রবর্তী এবং স্বয়ং পরিচালক যৌথভাবে এর গল্প লিখেছেন। নাটকের আদ্যোপান্ত জড়িয়ে আছে হাহাকার আর গভীর জীবনবোধ। সুচিন্তিত ভাবে গাঁথা সংলাপগুলো দর্শকদের চিন্তার খোরাক যোগাবে। প্রেমের টানাপোড়েনের পাশাপাশি এক ভিন্ন জীবনদর্শনের বার্তা পাবে দর্শকরা। নাটকের শ্রেষ্ঠাংশে রয়েছেন মীর রাব্বি, আনিকা আইরা, সাইদা ইসলাম ও সালমান আরাফাত। মো. কামরুজ্জামানের প্রযোজনায় নির্মিত নাটকটি মুক্তি পাবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

 

বাজি

হালের অন্যতম পরিচিত মুখ মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। দুজনেই দুজনের জায়গা থেকে নাট্যজগতে ব্যাপকভাবে সমাদৃত। দুজনের জুটিও দর্শকের মাঝে বহুল জনপ্রিয়। এবারের ভ্যালেন্টাইন উৎসব মাতাতে আবারো দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই জুটি। তৌফিকুল ইসলামের নির্দেশনায় ‘বাজি’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের।

 

লস্ট ইন লাভ

মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকটিও নাট্যপ্রেমিদের প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে। ছোট পর্দার এই কাজটিরও পরিচালনায় রয়েছেন তৌফিকুল ইসলাম। আর মুশফিকের বিপরীতে সহশিল্পী হিসেবে থাকছেন বর্তমান নাট্যজগতের সুপরিচিত মুখ আইশা খান।

 

প্রথম প্রথম প্রেম

হারিছ মোহাম্মদের গল্প ও অরণী মেঘের চিত্রনাট্য নিয়ে মিষ্টি এক প্রেমের নাটক নিয়ে আসছেন পরিচালক মাহমুদুর রহমান হিমি। ৩৬০ ডিগ্রী ড্রামা প্রযোজিত এই নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

 

ভালোবাসা দিবস ২০২৫-এ মুক্তির অপেক্ষায় থাকা নাটকগুলো দেশীয় রোমান্টিক ঘরানার বিশেষত্বকে প্রতিফলিত করবে। এই ধারা অব্যাহত রাখবে ‘তোমায় পাবো কি’, ‘মনেরই রঙে রাঙিয়ে’, ‘প্রথম প্রথম প্রেম’, ‘বাজি’, ও ‘লস্ট ইন লাভ’ নাটকগুলো। অপূর্ব ভক্তরা আলাদাভাবে চোখ রাখবেন ‘মন দুয়ারী’তে, আর মেহজাবীনের ভক্তরা ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এ। তানজিন তিশার কাজ দেখা যাবে ‘বসন্ত বৌরি’ নাটকে। কিছুটা গম্ভীর পরিবেশনায় থাকবে ‘কাঠগোলাপের বিয়ে’। তবে একদম ভিন্ন নাটকীয় অভিজ্ঞতা মিলবে ইউসিএফ-এর ‘নাস্তা’য়। সর্বোপরি, এই নাটকগুলোর নিবেদন নাট্যপ্রেমিদের এবারের ভ্যালেন্টাইন দিবসের বিনোদন মূখরতার প্রয়াস।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর