ঢাকা, ২৩ এপ্রিল বুধবার, ২০২৫ || ৯ বৈশাখ ১৪৩২
good-food
১৮২১

মা-সন্তানের ভাষা শেখা

মা চুপ করতো, তুমি কি ইংরেজি পার?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪০ ২৬ অক্টোবর ২০১৯  

এখন প্রায়শই সন্তানদের মাকে বলতে শোনা যায়, “মা তুমি চুপ করতো, তুমি কি ইংরেজি পার?” অথবা “তুমি এসব বুঝবেনা”  . . . ।

 

এই ধরনের কথাগুলো একজন মাকে লজ্জিত করে। কখনো কখনো অসহায় করে তোলে। আর দিনে দিনে সন্তানের সাথে বাড়তে থাকে মায়ের দূরত্ব। এক পর্যায়ে সন্তানেরা ভুলের পথে পা বাড়ালেও বুঝতে অনেক দেরি করে ফেলে পরিবার।

অথচ মায়েরাও শিক্ষিত। কিন্তু ইংরেজি বলতে গেলে জানা শব্দগুলোও মুখের ভেতর জড়িয়ে থাকে, ঠোঁটে ফোটেনা। 

 

আপনার সন্তান ভাল শিক্ষার্থী। পরীক্ষার খাতায় হাত দিতে পারেনা কেউ। ক্লাশে সবার থেকে সুন্দর করে পড়া দেয়। সবার প্রিয় তার আচরন, শেখার আগ্রহ। কিন্তু ইংরেজিতে কথা বলতে বললে, বিতর্কে অংশগ্রহণ করতে বললে বা বক্তব্য রাখতে বললে কুঁকড়ে যায়।

আপনি কারণ খুঁজছেন, আবার খুব চাপও দিতে পারছেন না। কারণ আপনি জানেন  নিজেও ইংরেজি বলাতে দুর্বল। আপনি উচ্চ শিক্ষিত। কাজেই কোথাও গিয়ে বলতে লজ্জায় মরে যাচ্ছেন যে জানা শব্দগুলোও বলার সময় আটকে যাচ্ছেন। আপনার সন্তান স্কুলে ইংরেজি বললেও বাড়িতে বলেনা। কারণ বাড়িতে তার সাথে ইংরেজিতে কথা বলার কেউ নেই।

 

এসব বিষয় গবেষণা ও বিবেচনা করে  Self - Access Learning Institute   এমন একটা প্লাটফরম তৈরির সিদ্ধান্ত নেয়, যেখানে মা ও সন্তান একই সাথে ইংরেজি বলার চর্চা করতে পারবেন। তাদের মধ্যে বন্ধন হবে আরও সুদৃঢ়। কোন কোচিং বা গৃহশিক্ষক নয়, মা হবেন সন্তানের সবচেয়ে বড় শিক্ষা সহায়ক। এর গুরুত্ব উপলব্ধি করেই শুরু করা হয় মা – সন্তানের কথা বলার কর্ষ।  ইংরেজি বলা ছাড়াও এই কোর্সে আছে পুষ্টি এবং শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ সেশন।

 

বাংলাদেশে এরকম একটি পদক্ষেপ এই প্রথম। কোর্সটির পরিকল্পনা এবং পরিচালনা করছেন উপস্থাপক, গবেষক, প্রশিক্ষক সানজিদা কাইয়ুম। দীর্ঘ ১৯ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং সামর্থ্য উন্নয়নের সাথে কাজ করে আসছেন তিনি। মা-ই হোক সন্তানের সব কথা বলার সঙ্গী - এই মর্মেই এগিয়ে যাচ্ছে এ উদ্যোগ।

 

ব্যতিক্রমী এই কোর্স  চলছে রাজধানীর মিরপুর মণিপুর স্কুল তিন নাম্বার ক্যাম্পাসের কাছে  শ্যাওড়াপাড়া ওভারব্রিজের পাশে উইনার একাডেমীতে।