ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৩৪৬

মৌসুমী সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৮ ২৯ সেপ্টেম্বর ২০২০  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনা মৌসুমী সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করেননি। 

 

সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাতকারে তিনি এ ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করেন। আশঙ্কা করছেন, সেই হিসেবে এটি মৌসুমী সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।

 

হ্যান্স ক্লুগ বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সর্বোচ্চ খারাপটার জন্যও প্রস্তুত থাকি।

 

গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া অজানা নিউমোনিয়ার কথা জানায়। 

 

এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে রোগটি সারা বিশ্বের আনাচে কানাচে বিস্তার ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে তারা।

 

সবশেষ হিসাব অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ২৮ লাখ লোক করোনায় আক্রান্ত এবং ১০ লাখ লোক মারা গেছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর