ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
১০৬৪

যুক্তরাষ্ট্রে গণ্ডারের খাঁচায় শিশু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩১ ৩ জানুয়ারি ২০১৯  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা চিড়িয়াখানায় মঙ্গলবার দুই বছর বয়সী একটি মেয়েশিশু গণ্ডারের খাঁচায় পড়ে যায়। সময় গণ্ডারের আঘাতে সে আহত হয়।

দেশটির কর্মকর্তারা জানান, শিশুটির পরিবার তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার বাবা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শিশুটি পা পিছলে দুটি খাম্বার মাঝখানে পড়ে যায়। তখন অন্তত একটি গণ্ডার বাচ্চাটিকে আঘাত করে।

কর্তৃপক্ষ আরো জানায়, গণ্ডারের খাঁচাকে দর্শনার্থীদের থেকে কয়েকটি ইস্পাতের খাম্বা দিয়ে পৃথক করা। ২০০৯ সাল থেকে চিড়িয়াখানাটি প্রতিদিনই খোলা থাকে। এর আগে ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর