ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২১২

যেভাবে পাওয়া যাচ্ছে মুভমেন্ট পাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৩ ১৪ এপ্রিল ২০২১  

করোনা বিস্তার রোধে বুধবার শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এর মধ্যে জরুরি প্রয়োজনে যাদের বাইরে যাওয়ার দরকার, তাদের পুলিশের মুভমেন্ট পাস নিতে হচ্ছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে তা সংগ্রহ করতে পারছেন সবধরনের মানুষ। এটি পেতে অনলাইনে আবেদন করতে হচ্ছে সবাইকে।

 

গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সাধারণ মানুষ কীভাবে মুভমেন্ট পাস পাবেন, তাও জানান তিনি।

 

আইজিপি বলেন, ‘সাংবাদিকদের মুভমেন্ট পাস নিতে হবে না। শুধু যারা জরুরি কাজে বাইরে বের হবেন, তাদের এই পাস নিতে হবে। অফিসিয়াল কাজ কিংবা জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য মুভমেন্ট পাস নিতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধ করতে এই পাসের ব্যবস্থা করা হয়েছে।’

 

যেভাবে পাচ্ছেন মুভমেন্ট পাস
১. প্রথমে movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হচ্ছে।

 

২. শুরুতে একটি চালু মুঠোফোন নাম্বার দিতে হচ্ছে। আবেদনকারী জরুরি প্রয়োজনে কোথায় থেকে কোথায় যাচ্ছেন, সেই তথ্য দিতে হচ্ছে। এরপর একটি নির্দিষ্ট ফর্মে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হচ্ছে। ধাপে ধাপে সেসব তথ্য দিতে হচ্ছে। একপর্যায়ে আবেদনকারীকে একটি ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হচ্ছে।

 

৩. জমা দেওয়া ফর্মে আবেদনকারীর দেওয়া তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাসটি ইস্যু করা হচ্ছে। শেষে ওয়েবসাইট থেকে মুভমেন্ট পাসটি ডাউনলোড করে সংগ্রহ করতে হচ্ছে। বাইরে চলাচলের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে ডাউনলোড করা পাস দেখাতে হচ্ছে। একবার পাস নিলে তা ২৪ ঘণ্টা কার্যকর থাকছে।

 

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে লকডাউনে প্রয়োজনীয় চলাচল নিশ্চিতে মুভমেন্ট পাস ব্যবহারের জন্য দেশের সব নাগরিককে অনুরোধ করা হচ্ছে। এই সময় অনিয়ন্ত্রিত চলাচল রোধে নাগরিকদের কাছ থেকে পুলিশ আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর