ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫ || ৩০ ফাল্গুন ১৪৩১
good-food
৭০

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি: নাহিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ৩০ জানুয়ারি ২০২৫  

নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেয়ার জন্য অন্তর্বর্তী সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের খবর ও সামাজিক মাধ্যমের প্রচারণা আমারও নজরে এসেছে। রাজনৈতিক নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে নতুন দল হোক বা অন্য কোনো দল হলেও আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সঙ্গে সংশ্লিষ্ট হবো না। কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমি বা আসিফ কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানাবো।

বিবিসি বাংলাকে নাহিদ ইসলামের দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। উত্তরে তিনি বলেন, আন্দোলনে হত্যার দায়ে বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে। তাই এ ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে উপদেষ্টা মনে করেন, আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়।