ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২৩৪

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৪ ২ জুন ২০২১  

করোনা সংক্রমণ ঠেকাতে জনসাধারণের চলাচল ও গণজমায়েতে কড়াকড়ি আরোপ করছে রাজশাহীর জেলা প্রশাসন।  বৃহস্পতিবার  সকাল ৭টা থেকে এই ঘোষণা কার্যকর হচ্ছে।

রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বুধবার  বিকেলে  জরুরী বৈঠক শেষে এই ঘোষণা দেন। 

জেলা প্রশাসন জানান, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবেনা। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাওয়া যাবে।

খাবারের দোকান বা রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবেনা। 

সন্ধ্যা সাতটা থেকে শপিংমলসহ অন্যান্য দোকান সমূহ বন্ধ থাকবে।  খোলা থাকবে সব হাসপাতাল, ক্লিনিক ও ওষুধের দোকান। আমের আড়ত বা বাজার পৃথক জায়গায় ছড়িয়ে আড়তদারদের মাধ্যমে বিক্রি করা যাবে। বাগান থেকে আম ট্রাকে করে পাঠানো যাবে। চালু থাকবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহণ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর