ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
১২০৪

রিজার্ভ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৯ ১৩ জুলাই ২০২৩  

আইএমএফের ফর্মুলা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক আইএমএফের ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বুধবার (১২ জুলাই)  রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

 

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে। গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তবে, জুনে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

 

বাংলাদেশ  ব্যাংক সূত্রমতে, বৈশ্বিক মুদ্রাবাজারে স্বস্তি ফেরাতে আমদানি দায় কমানোর উদ্যোগের মধ্যেও সংকট কাটেনি। নতুন এলসি কমলেও আগের দায় পরিশোধের চাপ রয়েছে বৈদেশিক মুদ্রাবাজারে। এ কারণে সংকট কাটছে না অর্থনীতিতে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্স কমে যাওয়ায় চাপ বেড়েছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কারণে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট কেটে যাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।