ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫ || ২৮ ফাল্গুন ১৪৩১
good-food
১০৮

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫১ ২৩ ডিসেম্বর ২০২৪  

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তরে বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো যাবে। তাই ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

 

এছাড়া অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করার কথা জানান তিনি।

 

সেই সঙ্গে রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি।