ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫ || ১০ ফাল্গুন ১৪৩১
good-food
২৮

সন্তান পড়া মনে রাখতে পারছে না? জানুন মোক্ষম উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪১ ২০ ফেব্রুয়ারি ২০২৫  

প্রত্যেক মা-বাবারই ইচ্ছা হয়, সন্তান জীবনে অনেক উন্নতি করুক। প্রতিটি পদক্ষেপেই সাফল্য তার সঙ্গে থাকুক। আর এই ইচ্ছা পূরণের জন্যই সন্তানদের সব আরাম এবং সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে। অনেক সময় এমনও হয় যে, বাচ্চারা নিজেরাই পড়াশোনা করতে চায়। কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও তারা পড়াশোনা মনে রাখতে পারে না। সারাদিন বইয়ের সামনে বসে থাকে, অবিরাম পড়ে চলেছে। কিন্তু তবুও তাদের সব চেষ্টাই যেন বিফলে যায়। 

 

এমন পরিস্থিতিতে বাবা-মায়েরা সন্তানদের এই সমস্যায় পড়তে দেখলে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান। আজকের প্রতিবেদন সেসব বাবা-মায়ের জন্য যাদের সন্তানদের জিনিস মনে রাখতে অনেক সমস্যা হয়। আজ, আমরা আপনাকে এমন কিছু পদ্ধতি সম্পর্কে বলব, যেগুলো অবলম্বন করে আপনি আপনার সন্তানদের পড়েশোনা মনে রাখতে সাহায্য করতে পারবেন। তাহলে আসুন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক- 

 

পর্যাপ্ত ঘুম অপরিহার্য 

যদি আপনি চান আপনার শিশু যা পড়েছে তা মনে রাখুক, তাহলে তাদের ঘুমেরও যত্ন নেয়া উচিত। আপনার শিশু যাতে প্রতি রাতে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমায়, তা নিশ্চিত করার চেষ্টা করুন। সে যখন পর্যাপ্ত ঘুম পায়, তখন তার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করে। 

 

আকর্ষণীয় করে তোলার চেষ্টা করুন 

যদি আপনার সন্তান কোনও বিষয় বা বিষয় অধ্যয়নে আগ্রহী না হয়, তাহলে আপনার উচিত সেই বিষয়কে তার জন্য আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা। যখন আপনি এটা করবেন, তখন আপনার বাচ্চার অবশ্যই সেই বিষয়টি পড়ার ইচ্ছা জাগবে। 

 

খেলাধুলা অবশ্যই করতে হবে  

কিছু বাবা-মায়ের অভ্যাস থাকে তারা বাচ্চাদের খেলাধুলা করতে বাধা দেয়। সারাদিনই তাদের পড়াশোনা করতে বলে। যদি আপনিও এমনটা করে থাকেন, তাহলে এটা খুবই ভুল কাজ। যদি আপনার সন্তান খেলছে, তাহলে প্রথমে তাকে খেলতে দিন। খেলার পর, আপনার সন্তানের মেজাজ সতেজ হয়ে ওঠে এবং সে তার পড়াশোনায়ও মনোযোগ দিতে শুরু করে। এভাবে পড়াশোনাও ভালোভাবে হবে। 

 

এই অভ্যাস ত্যাগ করুন 

যখন জিনিস মনে রাখার কথা আসে, তখন বাবা-মায়েরা যে সবচেয়ে বড় ভুলটি করেন তা হলো তাদের সন্তানদের পড়াশোনা মুখস্থ করানো। যখন আপনার বাচ্চারা কেবল মুখস্থ করে, তখন তারা বেশিক্ষণ সেগুলোকে মনে রাখতে পারে না। তারা মুখস্থ জিনিসগুলো খুব দ্রুত ভুলে যায়। মুখস্থ করার পরিবর্তে, আপনার বাচ্চাদের জন্য পড়াশোনা বা বিষয়গুলি ভালোভাবে বোঝা জরুরি।