ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৬০৯

সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫০ ২৯ অক্টোবর ২০২০  

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এরপর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা- তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ।

 

দীপু মনি বলেন, আগামী দুই সপ্তাহ পর আমরা চেষ্টা করে দেখব সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। তবে সবই নির্ভর করছে আগামী দিনের করোনা পরিস্থিতির ওপর।

 

তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, ভারতে করোনা পরিস্থিতির আবারো অবনতি হচ্ছে। আগামী শীতে আমাদের দেশের করোনা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা রয়েছে। কিন্তু যারা আগামী বছরের এসএসসি, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের  জন্য সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা- তা আমরা বিবেচনা করছি। 

 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি  কী হবে তা আমরা বলতে পারছি না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও যাতে তাদের ভালো হয়, তা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তারপর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

কারিগরি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে দীপু মনি বলেন, আমরা আশা করছি চূড়ান্ত পরীক্ষাগুলো আগামীতে আস্তে আস্তে নিয়ে নিতে পারব। আমি শিক্ষার্থীদের বলব, তারা তাদের প্রস্তুতি নিতে শুরু করুক। যাতে এক-দুই মাস পর পরীক্ষা নিলে কেউ বলতে না পারে, আমাদের প্রস্তুতি নেই।

 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয় বা কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষাগুলো নেয়ার মাধ্যমে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করতে পারব বলে আশা করছি।