ঢাকা, ১৫ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ১ বৈশাখ ১৪৩২
good-food
৪৬

সুনিতাদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন জ্যাকি-মাধবন-রকুলরা?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৫ ২০ মার্চ ২০২৫  

৯ মাস পরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এই ঘটনা ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই ভারতীয়দের মধ্যে। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন সুনিতা। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বসিত তারকারাও।

 

আর মাধবন সমাজমাধ্যমে সুনিতার ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “প্রিয় সুনিতা উইলিয়ামস পৃথিবীতে আপনাকে স্বাগত। আমাদের প্রার্থনার উত্তর আমরা পেয়েছি। আপনি নিরাপদে আছেন, আপনার মুখের হাসি দেখে খুবই ভালো লাগছে। ২৬০ দিনের বেশি মহাকাশে থাকার পরে আপনি ফিরেছেন। অসাধারণ একটি কাজ শেষ হলো। ঈশ্বর আপনার এবং বাকি মহাকাশচারীদের মঙ্গল করুন।”

 

দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী লিখেছেন, “পৃথিবীতে ফের আপনাকে স্বাগত। একেই বলেই ঐতিহাসিক ও নায়কের মতো প্রত্যাবর্তন। ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ২৮৬ দিন থেকে ফিরেছেন। আপনাদের এই ঘটনার মধ্যে নাটকীয়তা আছে, তেমনই রহস্যময়। সত্যিই অসাধারণ।”

 

জ্যাকি শ্রফও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুনিতাদের মহাকাশযান পৃথিবীর সমুদ্র স্পর্শ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এই গোটা সফরে সুনিতার নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেছেন রাকুল প্রীত সিং। তিনি লিখেছেন, “আপনি (সুনিতা) ইতিহাস তৈরি করেছেন। আপনি যা অর্জন করেছেন, সেজন্য আমরা গর্বিত। আপনাকে অনেক শুভেচ্ছা। আমাদের অনুপ্রাণিত করতে থাকুন।” 

 

মানুষী চিল্লার লিখেছেন, “এই ধরনের মুহূর্তই মানবতার প্রতিনিধিত্ব করে। একদিকে যেমন গবেষণা ও প্রযুক্তিকে উন্নত করার তাগিদ রয়েছে। আরেকদিকে কঠিন সময়ে ধৈর্য রাখারও গুরুত্ব রয়েছে। এজন্যই আমরা মানুষ। সুনিতাদের মতো নারীরা সব সময়ে অনুপ্রেরণা জুগিয়েছেন।”

 

রবি কিশন, কারিশমা কাপুর, সোনু সোদও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর