ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৩২২

সয়াবিন তেলের দাম কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৫ ১১ জুন ২০২৩  

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন সয়াবিন তেলের দাম  লিটারে ১০ টাকা কমানো হয়েছে। তিনি জানান, সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। 


রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

 

সচিব জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা নির্ধারন করা হয়েছে।

 

ভোজ্যতেলের দাম কমেছে এবং ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে তপন কান্তি ঘোষ জানান।