ঢাকা, ০৬ মার্চ বৃহস্পতিবার, ২০২৫ || ২২ ফাল্গুন ১৪৩১
good-food
১৪০৯

হবু শ্বশুরের সঙ্গে বিয়ে হলো স্বপ্নার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৭ ২০ জানুয়ারি ২০১৯  

অন্য এক মেয়ের সঙ্গে প্রেম করেন বর। কিন্তু পরিবার বিয়ে ঠিক করে অন্য জায়গায়। পরিবারের চাপে বিয়ে করতে এলেও পালালেন প্রেমিকার হাত ধরে।

এখন ওই বরের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে, সেই কনের কি হবে এখন? শেষমেশ ঘটনা ঘটলো উল্টোটি। হবু শ্বশুরকেই বর মেনে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলেন কনে।

২০১৮ সালের অক্টোবরের এ ঘটনা ভারতের বিহার রাজ্যে।  

সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্নার (২১)। বিয়েও হয়েছে। কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের সঙ্গে।

উড়িষ্যা পোস্টের খবরে বলা হয়, লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হয় বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।   

এতে বেশ বিপত্তির মুখে পড়ে দুই পক্ষই। হইচই পড়ে যায় বিয়ের আসরে। শেষমেশ নিজের সম্মান বাঁচাতে আজব এক সিদ্ধান্ত নেন কনের বাবা। তিনি মেয়েকে বরের বাবা রোশানের সঙ্গে বিয়ে দেয়ার প্রস্তাব করেন। প্রস্তাবে রাজিও হন রোশান।

এমন পরিস্থিতিতে কোনো পথ খোলা না পেয়ে বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্নাও। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।