ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫ || ১৮ চৈত্র ১৪৩১
good-food
১৮

হামজার অভিষেকে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩২ ২৬ মার্চ ২০২৫  

এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো ইংলিশ প্রিমিয়ার লীগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীর। যদিও কোনো গোলের দেখা না পেয়ে শেষ পর্যন্ত 'ম্যাচ ড্র' ফলাফল নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফলে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মাত্র এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

 

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মেঘালয়ের শিলংয়ে ম্যাচটি শুরু হয়। হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মাপের ফুটবলার এর আগে বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দলের হয়েও কখনও খেলেননি। ফলে তাকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছিল।

 

অন্যদিকে, ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলে নিয়েছেন ভারতের সফলতম ফুটবল অধিনায়ক ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলস্কোরার সুনীল ছেত্রী। শুরুটাও ভালো করেছিল বাংলাদেশ। তবে একাধিক গোলের সুযোগ নষ্ট করায় শেষমেশ ম্যাচটি ড্র হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর