ঢাকা, ১২ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫ || ২৯ মাঘ ১৪৩১
good-food
১১

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪ মামলার রায়: আসিফ নজরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৪ ১১ ফেব্রুয়ারি ২০২৫  

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসেই চারটি মামলার তদন্ত শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। তবে এ কাজ শুরু করতে তিন সপ্তাহ লাগবে। আইন অনুযায়ী এই সময় ডিফেন্স টিমকে দিতে হয়। মূলত, তাদের প্রস্তুতির জন্য। ঈদের পর এপ্রিলে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

তিনি বলেন, এ আদালতে সাক্ষ্যগ্রহণ ঘন ঘন হয়। তাই আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার তিন শতাধিক অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রসিকিউশন অফিস ১৬ অভিযোগ মামলা হিসেবে দায়ের করেছে।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা ৩৯৬টির মধ্যে ৩৩২টি মামলা এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া ১৬ হাজার ৪৩৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। আর ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যে প্রকাশ করা হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর