ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৩৬

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহতদের পরিচয় জানা গেছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৫ ৫ মার্চ ২০২৩  

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের কদমরসুলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৬ ব্যক্তির মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

 

তারা হলেন- ভাটিয়ারী এলাকার সামসুল আলম, মো. ফরিদ, নেত্রকোনার কমলাকান্দার রতন, নোয়াখালীর সুধারামের আব্দুল কাদের এবং লক্ষ্মীপুরের সালাহউদ্দীন। 


নিহতদের দাফন এবং হাসপাতালে চিকিৎসারতদের এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। 

 

নিহতদের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

 

উদ্ধার তৎপরতা চালাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হলেও রোববার সকাল থেকে আবার শুরু হয় উদ্ধার কাজ। 

 

ঘটনা তদন্তে অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করবে এদিন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর