ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১
good-food
৮১৮

অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক দিবস পালন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৪ ২৫ ফেব্রুয়ারি ২০১৯  

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। 

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 

এর আগে গেল রোববার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। সংসদে ড. শিরিন শারমিন চৌধুরী প্রস্তাবটি উত্থাপন করেন। তাতে উপস্থিত সবাই সম্মতি দেন।

গেল বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৬৭ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। আহতদের মধ্যে জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর