ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪৫

অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২২ ২৬ জুলাই ২০২৪  

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ভয়াবহ সহিংস রূপ ধারণ করায় স্থবির হয়ে যায় দেশের যোগাযোগব্যবস্থা। বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। ১৯ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল  বন্ধ রয়েছে।

 

তারই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুলাই) এর মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।


যেসব যাত্রী অগ্রিম টিকিট কেটেছিলেন  বাংলাদেশ রেলওয়ে তাদের টাকা ফেরত দিচ্ছে।

 

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক বিভাগ জানায়, ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে। যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে, তাদের অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন, তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের বিপরীতে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

 

এই সময়ের মধ্যে যেসব আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়েছে, সেসব ট্রেনের টিকিটের টাকা আন্তঃদেশীর কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে।


রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, ট্রেন না চলায় টাকা রিফান্ড করা হবে । তিনি বলেন, এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি টিকিট রিফান্ড করা হয়েছে যাত্রীদের। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।


সীমিত পরিসরে বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেলওয়ে। সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।