ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫ || ২ চৈত্র ১৪৩১
good-food
৭৩

অজয়ের প্রেমে পড়ার প্রথম অনুভূতি যেভাবে প্রকাশ করেন কাজল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১০ ১৪ ফেব্রুয়ারি ২০২৫  

প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী কাজল ও অভিনেতা অজয় দেবগণ। এখন বলিউডের অন্যতম পাওয়ার কাপল তারা। কিন্তু কীভাবে বাড়িতে প্রেমের কথা জানিয়েছিলেন কাজল? মায়ের কাছে গিয়ে কী বলেছিলেন তিনি? সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই কথা।

 

মঞ্চে তা বলেছেন কাজলের মা তনুজা। কাজল প্রেমে পড়ার পর প্রথম এসে জানিয়েছিলেন তাকেই। সরাসরি বলেন, মা আমি প্রেমে পড়েছি। পরিপ্রেক্ষিতে তনুজা প্রশ্ন করেন, কার প্রেমে পড়েছো? জবাবে কাজল বলেন, তোমার খালি ওর চোখটা দেখা উচিত মা।

 

মেয়ের এমন উত্তরে তনুজা অধৈর্য্য হয়ে বলেন, কার চোখ দেখবো? উত্তরে কাজল বলেন, ওর নাম অজয়। তনুজা তখন বলেন, কে অজয়? কাজল উত্তর দেন, অজয় দেবগণ।’

 

সঙ্গে সঙ্গে তনুজা চিনতে পারেন অজয়কে। এরপর তিনি বলেন, ও বীরুজীর ছেলে। বীরুজী তো ভীষণ ভালো অভিনেতা। ভীষণ সুদর্শন, সুপুরুষ। ওর ছেলেও ভীষণ সুদর্শন, সুপুরুষ। বীরুজীর থেকেও।

 

এর আগে কাজল জানান, একটি সিনেমার শুটিং সেটে অজয় দেবগণের সঙ্গে প্রথম দেখা হয় তার। তাদের সম্পর্কের মধ্য়ে বন্ধুত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ- এ কথাও জানান অভিনেত্রী। পাশাপাশি নিজের বিবাহিত সম্পর্কের কথা বলতে গিয়ে কাজল বলেন, প্রতিটি বিয়েতে উঠাপড়া থাকে। প্রতিদিন নিজেকে নতুন ভাবে জানতে, চিনতে সাহায্য় করবে পার্টনার। প্রতিনিয়ত একে অপরের থেকে কিছু না কিছু শিখতে পারবেন।  

 

অজয়ের প্রথম সিনেমা ছিল ‘ফুল অউর কাঁটে’। এই সিনেমা মুক্তির আগেই নিজের নাম বদলে ফেলেন অজয়। তার আসল নাম ছিল বিশাল দেবগণ। কিন্তু সিনেমা মুক্তির একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল মনোজ কুমারের পুত্রের। তার নামও ছিল বিশাল। নিজের অনন্যতা বজায় রাখার জন্যই নাম বদলে অজয় করে নেন অভিনেতা। এরপর ২০০৯ সালে নিজের পদবির বানানও বদলে নেন তিনি।

 

একবার কাজল জানান, অজয়কে বিয়ে করার জন্য একটি শর্ত রেখেছিলেন। তিনি বই পড়তে খুব ভালোবাসেন। তাই অভিনেত্রীর দাবি ছিল, বাড়িতে একটি লাইব্রেরি বানিয়ে দিতে হবে তাকে। সেই কথা রেখেছিলেন অজয়। মধুচন্দ্রিমার উপহার হিসেবে কাজলকে উপহার দিয়েছিলেন বাড়ির লাইব্রেরি।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর