ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
১১

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের শুভ সুচনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩০ ১৮ জানুয়ারি ২০২৫  

মালয়েশিয়ায় শুরু হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে উদ্বোধনী দিনে মাঠে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সুচনা করেছে। প্রথম ম্যাচেই নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৮ জানুয়ারি) আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাবে ব্যাট হাতে মাঠে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে মেয়েরা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সুর্বণা (৪) এবং ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌসও (২)।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। কোইউ ইনিংস বড় করতে পারেনি। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে অধিনায়ক সুমাইয়া একই পথে হাঁটেন।

তবে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। জান্নাতুল মাওয়ার ৫ রান এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত ৯ রানে ভর করে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর